শিলিগুড়ি,১২ নভেম্বরঃ ‘বাংলাকে সুইজারল্যান্ড বানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী,কিন্তু তিনি বাংলাকে করাচিতে পরিণত করেছেন’।শিলিগুড়ির চম্পাসারিতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি এবং কিষাণ মোর্চা সংগঠনের তরফে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু।
এদিন সায়ন্তন বসু বলেন, ‘আলু ও পেয়াজ নিয়ে কালোবাজারি করছে রাজ্য সরকার।যে কারণে আলু ও পেয়াজের মূল্যবৃদ্ধি হচ্ছে।মুখ্যমন্ত্রী শুধু বড়-বড় ঘোষণা করেন।বাংলাকে সুইজারল্যান্ড বানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী,কিন্তু তিনি বাংলাকে করাচিতে পরিণত করেছেন’।
এছাড়াও এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সরব হন সায়ন্তন বসু।