আলিপুরদুয়ার, ১৩ মেঃ ইলিশপ্রেমী বাঙালির জন্য সুখবর।আলিপুরদুয়ারের বাজারে হাজির হল বাংলাদেশের পদ্মার ইলিশ।আলিপুরদুয়ারের সুফল বাংলা স্টলে মিলছে এই বাংলাদেশের ইলিশ।
সোমবারই শহরে প্রবেশ করেছে ৫০ কেজি বাংলাদেশের ইলিশ।বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ নিতে রীতিমত ভিড় দেখা গিয়েছে সুফল বাংলার স্টলে।এমনিতেও বাজারে অনেকদিন আগে থেকেই ইলিশ পাওয়া যাচ্ছে।তবে তা বাংলাদেশের ইলিশ নয়।এই প্রথম আলিপুরদুয়ারে এলো বাংলাদেশের ইলিশ।
২ কেজি ওজনের ইলিশের দাম ১৮০০ টাকা, ১ কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে ১৬৫০ টাকা কেজি দরে।যদিও দাম কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা।
এদিন সুফল বাংলা স্টলের ম্যানেজার আমজাদ আলী জানান, জামাইষষ্ঠীর অনেক আগেই আলিপুরদুয়ারে প্রবেশ করলো বাংলাদেশের ইলিশ।এই ইলিশ খেতে পছন্দ করেন বাঙালিরা।চাহিদার কথা মাথায় রেখেই বাজারে ইলিশ চলে এসেছে।