শিলিগুড়ি,৭ মার্চঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি শুরু করেছে তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীরা। শিলিগুড়িতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি পালন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।উপস্থিত ছিলেন তৃনমূল নেতা কর্মীরা।
এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পালিত ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি।নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে তুফানগঞ্জ কমিউনিটি হল ঘরে এই কর্মসূচি পালন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
পাশাপাশি শনিবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এক কর্মীসভার মাধ্যমে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি শুরু করেন।এদিন বেলাকোবা হরিমন্দিরে কর্মীসভায় বিধায়ক তার দলের কর্মীদের জানিয়ে দেন, ‘বাংলার গর্ব মমতা’ ৭৫ দিনের এই কর্মসূচি।প্রতিটি বাড়ি গিয়ে এই জনসংযোগ কর্মসূচি করতে হবে।