কোচবিহার, ৫ ফেব্রুয়ারিঃ আমাদের একটাই গোল।বাংলা ভাগ, আলাদা রাজ্য।দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসে আলাদা রাজ্যের দাবি করলেন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তাঁর এই দাবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
কোচবিহার সিদ্ধেশ্বরী এলাকায় দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীর চিলা রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো মহারাজ অনন্ত রায় নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন দার্জিলিং জেলার কার্শিয়াং বিধানসভার বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, আমাদের এলাকা থেকে আমাদেরই ইতিহাসকে মেটানোর একটা চক্রান্ত বহু বছর ধরে চলে আসছে।ইতিহাসকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।পাহাড়ের ক্ষেত্রে আমাদের, আর এখানে রাজবংশীদের।আমাদের একটাই গোল।বাংলা ভাগ, আলাদা রাজ্য।
একই দাবিতে আগে থেকেই অনড় রয়েছেন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজও।
তবে বাংলা ভাগের এই দাবির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, মানুষের সামনে আসার জন্য তারা এই ধরনের মন্তব্য করেন।তৃণমূল কংগ্রেস কোনদিনও বাংলা ভাগ হতে দেবে না।