শিলিগুড়ি,১৭ জানুয়ারিঃ বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষার সম্মান দিতে হবে বলে সরব হল আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। এর আগে তামিল, তেলেগু, সংস্কৃত সহ বিভিন্ন ভাষা ধ্রুপদি ভাষার তকমা পেয়েছে। প্রাচীন সাহিত্য সংস্কৃতির ধারা বহমান থাকা সত্বেও বাংলা ভাষা কেন পাচ্ছেনা ধ্রুপদি ভাষার তকমা তাই নিয়ে উঠছে প্রশ্ন।
এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ জানান, ভারত সরকারের সংস্কৃতি দপ্তরে তারা প্রতিবেদন জমা দেবেন। এরপরেও তাদের দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন।