শিলিগুড়ি, ১৪ নভেম্বরঃ শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়ে বাংলা ভাষায় কথা বলায় নার্সিংহোমের এক কর্মীর রোষের মুখের পড়তে হয়েছিল রোগীর পরিবারকে।ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হয় শিলিগুড়ির সমস্ত বাংলাপ্রেমী সংগঠন।
এই ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামে বাংলা পক্ষ, জয় বাংলা সহ শিলিগুড়ির সমস্ত বাংলাপ্রেমী সংগঠন।এদিন ওই নার্সিংহোমের কর্ণধারের সঙ্গে দেখা করে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।পাশাপাশি এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার দাবিও জানান তারা।নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে ঘটনার ভুলও স্বীকার করা হয়।
এই বিষয়ে বাংলা প্রেমী সংগঠনের তরফে সঞ্জীব চক্রবর্তী বলেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়।তাই আমরা পথে নেমেছি।
অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই ঘটনা সমর্থনযোগ্য নয়।ওই কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।