বাংলায় টুইট করে পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নববর্ষের সকালে বাংলায় টুইট করে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন টিনি টুইটে লিখেছেন “শুভ নববর্ষ!পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন”।


এদিকে শুধু বাংলাতেই নয়, তামিলনাড়ু, কেরল ও অসমেও উৎসব রয়েছে। যেমন তামিলে নববর্ষ পুথাণ্ডু, কেরলে রয়েছে বিশু উৎসব। অন্যদিকে বাংলার প্রতিবেশী অসমে রয়েছে বিহু উৎসব। সকলে ঘরে বসেই পালন করছেন এই অনুষ্ঠান।দেশবাসীর এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত,আজ সকাল ১০টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ৩ মে পর্যন্ত করেন প্রধানমন্ত্রী।এছাড়াও করোনা মোকাবিলায় সাতটি বিশেষ পরামর্শ দেন তিনি এবং দেশবাসীকে তা মেনে চলার জন্য অনুরোধ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO