আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট, বঙ্গরত্ন ফিরিয়ে দিচ্ছেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক তথা লেখক বঙ্গরত্ন পরিমল দে

আলিপুরদুয়ার, ২৫ আগস্টঃ আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক তথা লেখক বঙ্গরত্ন পরিমল দে।


রবিবার সাংবাদিক সম্মেলন করে  রাজ্য সরকার থেকে দেওয়া উপাধি বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন আলিপুরদুয়ারের প্রবীণ শিক্ষক ও লেখক পরিমল দে।

জানা গিয়েছে, ২০১৬ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চের থেকে মুখ্যমন্ত্রী নিজে হাতে পরিমল দে’র হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন।সম্প্রতি আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও   ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে গোটা দেশ।দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে আন্দোলনে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ।সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হন শিক্ষক ও লেখক পরিমল দে।যেকারনে রাজ্য সরকারের বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


এদিন সাংবাদিক সম্মেলনে উপাধি ফেরত দেওয়ার পাশাপাশি পুরস্কার হিসেবে পাওয়া এক লক্ষ টাকাও তিনি  ফেরত দেবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL