শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের শাখায় গুলি চলার ঘটনায় আহত হয়েছে পাঁচজন।আহতরা হল মেরি নাগ(৩৭), সোনালী নাগ(১৪), মহম্মদ নুরুল হক(৩৫), সঞ্জিতা প্রধান(৪১) এবং বিপ্লব সিংহ(৩০)।আটক করা হয়েছে সেই নিরাপত্তারক্ষীকে।
এদিন ব্যাঙ্কের ভেতর নিজের দায়িত্বে পালন করছিলেন নিরাপত্তারক্ষী।সেইসময় বন্দুক পড়ে গিয়ে গুলি চলে।এরফলে ব্যাঙ্কে থাকা কয়েকজনের পায়ে গুলি লাগে।এক কিশোরী, ২ মহিলা সহ ৫ জন জখম হন। আচমকা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।প্রাণভয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের প্রথমে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের পাঁচজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আহতদের অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।আহত কিশোরী সোনালী নাগের বিশেষ নজর রাখা হচ্ছে।
এদিকে ঘটনার পর বন্দুক সহ নিরাপত্তারক্ষী মানিক রায়কে আটক করেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ।এই ঘটনা দুর্ঘটনাবশত নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
