শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৯১ হাজার টাকা।পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যক্তি।
জানা গিয়েছে, রবিবার দুপুরে অম্বিকানগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মী কমল দেও রায়ের মোবাইলে ম্যাসেজ আসে যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুই দফায় ৯১ হাজার টাকা তোলা হয়েছে।প্রথমে ভেবেছিলেন যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।পরবর্তিতে টাকা ফেরত না আসায় আজ পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যক্তি।
কমল দেও রায় জানান, গতকাল সাড়ে ১২ নাগাদ তার ফোনে দুটি ম্যাসেজ আসে।প্রথম দফায় তার ৮৬ হাজার টাকা এবং পরবর্তীতে ৫ হাজার টাকা উধাও হয়ে যায়।এরপরই আজ পুলিশের দ্বারস্থ হয়েছি।