শিলিগুড়ি, ২৬ অক্টোবরঃ বিভিন্ন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চলতো প্রতারণার কারবার।কোটি টাকার অনলাইন প্রতারণা মামলায় শিলিগুড়িতে এসে ৬ জনকে গ্রেফতার করলো ব্যারাকপুর সাইবার ক্রাইম থানা।
জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করে এক ব্যক্তি।এরপরই এই প্রতারণার ঘটনা সামনে আসে।প্রতারকেরা টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে প্রতারণা চক্র চালাতো।ভাড়ার সেই অ্যাকাউন্টগুলিতে দেশ বিদেশের টাকার লেনদেন করা হত।
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ের কাছে একটি ভাড়া বাড়ি থেকে চলছিল প্রতারণা কারবার।ব্যারাকপুর সাইবার থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে শুক্রবার শিলিগুড়িতে পৌঁছায় ব্যারাকপুর সাইবার ক্রাইমের প্রতিনিধি দল।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কানকাটা মোড়ের কাছে ভাড়া বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম আধিকারিকেরা।
ধৃতদের হেফাজত থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড,ব্যাঙ্কের পাসবই, সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার হয়।আজ তাদের জলপাইগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা হবে ব্যারাকপুর সাইবার ক্রাইম থানা।এই চক্রের মাস্টারমাইন্ডের খোঁজে শুরু হয়েছে তদন্ত।