জলপাইগুড়ি, ২৭ জানুয়ারিঃ সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে ২৭শে জানুয়ারি অর্থাৎ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেই ডাকে সাড়া দিয়ে রাজ্যের জলপাইগুড়িতেও ব্যাঙ্ক ধর্মঘটে শামিল হলেন ব্যাঙ্ক কর্মীরা।
এদিন সকাল থেকেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্কের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেন ব্যাঙ্ক কর্মীরা।ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ডাকে এই ধর্মঘট চলছে বলে জানা গেছে।
ব্যাঙ্ক কর্মীদের দাবি, সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করতে হবে।
