ফাঁসিদেওয়া, ১৮ জানুয়ারিঃ ফাঁসিদেওয়ায় বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষের আত্মঘাতীর ঘটনায় গ্রেফতার হল ২ জন। ধৃত দুজনের নাম প্রতাপ সরকার ও এবং সমীর দেবনাথ।
জানা গিয়েছে, গত শুক্রবার ফাঁসিদেওয়ার একটি বেসরকারি ব্যাঙ্কের কোষাধ্যক্ষ প্রহ্লাদ বসাকের আত্মঘাতীর ঘটনা ঘটে।জানা গিয়েছে, বাথরুমে যাওয়ার নাম করে দীর্ঘ সময় ফিরে না আসায় অন্যান্য ব্যাংক কর্মীদের সন্দেহ হয়।পরে ঘরের ভেতরে উদ্ধার হয় প্রহ্লাদ বসাকের মৃতদেহ।
এদিকে এই ঘটনার পরেই ব্যাংক কর্তৃপক্ষ হিসেবে প্রায় ১৪ লক্ষ টাকা গড়মিলের অভিযোগ এনে ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের করে।ঘটনার তদন্তে নেমে ম্যানেজার প্রতাপ সরকার ও আরও এক কর্মী সমীর দেবনাথকে গ্রেফতার করে পুলিশ।
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
