ফুলবাড়ি, ১৬ সেপ্টেম্বরঃ ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৮০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতি।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন গোড়ামোড় এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এনজেপি এলাকার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক থেকে ৬০ হাজার টাকা তুলে টোটো করে বাড়ি ফিরছিলেন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড় সংলগ্ন রামনগর বস্তির বাসিন্দা ববিতা রায় ও শিলা দুবে। টোটোটি ডি এস কলোনি এলাকায় এলে পিছন দিক থেকে আসা একটি বাইকে দুই যুবক জোরপূর্বক তাদের হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।সেই ব্যাগে আগের ২০ হাজার টাকা সহ ব্যাঙ্ক থেকে তোলা ৬০ হাজার টাকা ছিল।মোট ৮০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এনজেপি থানায় ছিনতাই এর অভিযোগ দায়ের করা হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে ববিতা রায় জানান, গতকাল দুপুরে আমি ও আমার দিদি ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ডিএস কলোনি এলাকায় আমাদের মোট ৮০ হাজার টাকা ছিনতাই হয়।আমার ছেলে অনেকদিন থেকে অসুস্থ।বাইরে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ায় জন্য এই টাকা তুলেছিলাম।অনেক কষ্ট করে জমানো টাকা ছিনতাই হয়ে গেল।
চুরি ডাকাতি করা অপরাধীদের যদি কোনো কিছুর বিনিময়ে ছেড়ে দেওয়া হয় তাহলে ঠিক এরকমই ঘটনা ঘটবে। কারণ ডাকাতি করার পর পুলিশ থানা ছাড়া পাওয়ার পর তাদের বুকের পাটা আরো বেড়ে যায়। পুলিশ কি এটা জানে না? নাকি নামেই মাত্র পুলিশ?
ইদানিং একটা লজ্জাজনক খবর শুনে অপহরণ ছেলেকে ফিরিয়ে আনতে পুলিশের দ্বারস্থ ঐ গরিব পরিবারের কাছ থেকে ৪০ হাজার টাকা ছেয়েছিল।
এটা পুলিশের কাজ বলবো নাকি পুলিশ নিজেই Kidnapper ?
যে ফেরতির জন্য টাকা চেয়েছিল?