সমাজসেবী বঙ্কিম সিংয়ের মৃত্যুর ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার অভিযুক্ত

শিলিগুড়ি, ৫ মেঃ সমাজসেবী বঙ্কিম সিংয়ের ওপর প্রাণঘাতী হামলার একমাস পর গ্রেফতার হল অভিযুক্ত।ওড়িশার ভুবনেশ্বর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ।ধৃতের নাম রজত চক্রবর্তী।পেশায় আইনজীবী।


জানা গিয়েছে, গত ৩রা এপ্রিল রাতে বাগডোগরার গোসাইপুর চেকপোস্টের কাছে একটি পেট্রল পাম্পে মাটিগাড়ার রঙ্গিয়ার বাসিন্দা তথা সমাজসেবী বঙ্কিম সিংহের উপর প্রাণঘাতী হামলা করে অভিযুক্ত রজত চক্রবর্তী।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।গত ১০ এপ্রিল মৃত্যু হয় তার।গোটা ঘটনার ধরা পড়ে পেট্রল পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায়।হামলার পরদিন পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের পরই তদন্তে নামে পুলিশ।৩০৭ ধারায় মামলা রুজু করা হয়।এদিকে ঘটনার পরই গা ঢাকা দেয় অভিযুক্ত।গত ৪ এপ্রিল হামলার সময় ব্যবহার করা গাড়ি উদ্ধার করে পুলিশ।এরপর মোবাইল নেটওয়ার্কের সাহায্য নিয়ে গত শুক্রবার ওড়িশার ভুবনেশ্বর থেকে গ্রেফতার করা হয় রজত চক্রবর্তীকে।


শনিবার ভুবনেশ্বর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে তাকে বাগডোগরা থানায় নিয়ে আসা হয়।রবিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu