শিলিগুড়ি,১৫ মার্চঃ ব্যাঙ্কের বেসরকারিকরণ, সংযুক্তিকরনের প্রতিবাদে দুইদিনের ধর্মঘটের ডাক ব্যাঙ্ক সংগঠনগুলির তরফে।
কেন্দ্রীয় সরকারের সর্বশেষ বাজেটে রাস্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের কথা বলা হয়েছে। যা মানতে নারাজ ব্যাঙ্ককর্মীরা। এরই প্রতিবাদে ১৫ এবং ১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। এই দুদিন ব্যাঙ্কের পাশাপাশি বন্ধ থাকবে এটিএম পরিষেবা। ফলে কিছুটা অসুবিধায় পড়বে সাধারণ মানুষ। ব্যাঙ্ককর্মীরা জানান, সাধারণ মানুষের অসুবিধা হবে বলে তারা দুঃখিত।তবে ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে বহু মানুষের চাকরি সংশয় ঘটবে। কোনোভাবেই তারা ব্যাঙ্ক বেসরকারিকরণ হতে দেবেন না বলে জানান। প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান।