শিলিগুড়ি, ১৮ জুলাইঃ বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের তরফে ‘বনমহোৎসব’ কর্মসূচি পালন করা হল।
এদিন ফাড়াবাড়ি প্রাথমিক স্কুলের মাঠে স্কুল ও কলেজ পড়ুয়া,স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ প্রেমীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে ফাড়াবাড়ি প্রাথমিক স্কুল সংলগ্ন বনাঞ্চলে স্কুল পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়।প্রায় ২৫০০ চারাগাছ রোপণ করা হয়।
এছাড়াও ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ, মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর, ডিভিশনাল ফরেস্ট অফিসার অয়ন ঘোষ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।