খড়িবাড়ি, ৭ মেঃ খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে বন্য জীবজন্তুর দেহাংশ সহ গ্রেফতার এক নেপালের নাগরিক। ধৃতের নাম ডম্বর সাবকোটা(২৯)।
জানা গিয়েছে, সোমবার সিকিম থেকে চারচাকার গাড়িতে করে নেপালে ঢোকার আগে সীমান্তে চেকিংয়ের সময় বন্য জীবজন্তুর দেহাংশ সহ নেপালের নাগরিককে গ্রেফতার করা হয়।ধৃতের কাছ থেকে ৫টি হরিণের শিং, ৩০টি সজারুর কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোরালেন সিং উদ্ধার করে এসএসবি ৪১ ব্যাটেলিয়নের জওয়ানরা।পরে তাকে টুকরিয়াঝাড় বনদফতরের হাতে তুলে দেয় এসএসবি।
ধৃত আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে বনদফতর।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।