ফাঁসিদেওয়া, ২৮ সেপ্টেম্বরঃ পোল্ট্রি ফার্মের ভেতর থেকে বন্যজন্তুর সদ্যজাত শাবক উদ্ধার।ফাঁসিদেওয়ার ঘোষপুকুর রেঞ্জের দানাগছ এলাকার ঘটনা।ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়
জানা গিয়েছে, এদিন খবর পেয়ে বাগডোগরা ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠান।বনবিভাগ সূত্রে খবর, এই শাবকটি চিতাবাঘ না বিড়াল তা পরিস্কার করে বোঝা যাচ্ছে না।শরীরে কালো ডেরাকাটা থাকলেও বয়স বাড়লে স্বাভাবিক চেহারা আসবে শাবকটি।
বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানান, শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে। পোল্ট্রি ফার্মে শাবক উদ্ধার হওয়ায় শাবকের মা আসলে লোকালয়ে আতঙ্কের পরিস্থিতি যাতে না তৈরি হয় সেদিকে নজর রাখা হয়েছে।