জলপাইগুড়ি, ১০ নভেম্বরঃ বন্যপ্রাণী পাচার করতে গিয়ে ধৃত এক পাচারকারী।ধৃতের নাম বাসুদেব উড়িয়া।আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ক্রেতা সেজে ওই পাচারকারীকে গ্রেফতার করে লাটাগুড়ি বনবিভাগ ও রামশাই রেঞ্জের বনকর্মীরা।উদ্ধার হয় প্যাঙ্গোলিন।
এই বিষয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শঙ্খশুভ্র দত্ত জানান, আমাদের কাছে খবর ছিল বনরুই পাচার করা হচ্ছে।সেই মোতাবিক আমরা ক্রেতা সেজে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করি।এরপর হাসিমারা থেকে জলপাইগুড়ির ঝাঝাঙ্গীতে প্যাঙ্গোলিন বিক্রি করতে আসে অভিযুক্ত।এরপরই তাকে গ্রেফতার করা হয়।যদিও এক পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
আজ ধৃতকে আদালতে তোলা হয়।ঘটনায় কারা জড়িত তাদের খোঁজ শুরু করেছে বনদপ্তর।