আলিপুরদুয়ার, ২৩ ডিসেম্বরঃ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম দুটি বনবস্তি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হল।বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত গাঙ্গুটিয়া ও ভুটিয়াবস্তির বাসিন্দাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে অবস্থিত কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া ও কুমারগ্ৰাম ব্লকের ভুটিয়াবস্তি এই দুটি বনবস্তির বাসিন্দাদের আ্যকাউণ্টে আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা সাড়ে সাত লক্ষ টাকা করে ঢুকতে শুরু করেছে।
উল্লেখ্য, বক্সা জঙ্গলে বাঘ আনা হবে এই জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে স্থিত গ্ৰাম গুলোকে স্থানান্তরিত করার প্রক্রিয়া দীর্ঘ কয়েকবছর থেকে চলছে।এই বনবস্তির ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নিয়ম মেনে ১৫ লক্ষ টাকা করে আর্থিক প্যাকেজ দিয়ে তাদের স্থানান্তরিত করা হবে।সেইমত শুরু হয়েছে স্থানান্তরণের প্রক্রিয়া।দীর্ঘদিন বাদে অবশেষে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি বনবস্তির বাসিন্দারা।
এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর প্রবীণ কাশোয়ান জানান, গাঙ্গুটিয়া গ্ৰামের ১৯১ টি পরিবার ও ভুটিয়াবস্তির ৫১ টি পরিবারের আ্যকাউণ্টে আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা প্রবেশ করেছে। আগামী ছয় মাসের মধ্যে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হবে বলে জানা তিনি।