বাগডোগরা, ৮ অক্টোম্বরঃ এশিয়ান হাইওয়েতে বন্যপ্রাণ ও মানুষের সংঘাত রুখতে সচেতনতা কর্মসূচি গ্রহণ করলো বনদপ্তর।
রবিবার বাগডোগরা ট্রাফিককে সঙ্গে নিয়ে বাগডোগরার এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কে সচেতনতা কর্মসূচি গ্রহণ করে বনদপ্তর।এদিন দ্রুতগতি গাড়ি চালকদের স্পিড লিমিট ৪০ কিলোমিটারের নীচে দিয়ে যাতায়াত করার বার্তা দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া, জাম্বো ট্রুপস এর সদস্য ঋকজ্যোতি রায় সহ অন্যান্যরা।সোনম ভুটিয়া জানান, বন্যপ্রাণ সপ্তাহ উপলক্ষে এই সচেতনতা কর্মসূচি।রাস্তায় হাতি ও মানুষের সংঘাত রুখতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।