শিলিগুড়িঃ গত কয়েক দশক ধরে রীতি মেনে শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকন্ঠপুর গভীর জঙ্গলে বনদূর্গার পুজো হয়ে আসছে।এবছরও রীতি মেনে পুজো করা হল।আজ সকাল থেকে শুরু হয় পুজো।পুজো উপলক্ষে সকাল থেকে মন্দিরে ভিড় লক্ষ্য করা গিয়েছে।উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী রাজ্য থেকে প্রচুর মানুষ পুজো দিতে আসেন এদিন।
জানা গিয়েছে, প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পুজোর আয়োজন করা হয়ে থাকে।ব্রিটিশ আমলে এই পুজোর প্রচলন হয়।জানা যায়, বৈকুন্ঠপুর জঙ্গলের গভীর জঙ্গলে যেখানে বনদূর্গার মন্দির স্থাপিত সেই জায়গাকে দিল্লি ভিটা, চাঁদের খাল বলা হয়।এই নাম যদিও অনেকেরই অজানা।কথিত আছে, দেবী চৌধুরানী নৌকা করে করতোয়া নদী পার হয়ে বৈকুণ্ঠপুর জঙ্গলে আসতেন।ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর গোপন আস্তানা ছিল এই জায়গা।ব্রিটিশ আমলে পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক।সেই থেকে এখনও প্রতিবছর এই পুজো হয়েছে আসছে।সেইসময় ঠুনঠুনি মা বলে পুজিত হতেন দেবী।তবে বর্তমানে বনদূর্গার পুজো বলেই পরিচিত।
প্রতিবছর গভীর রাতে পুজো হলেও এবছর সকালে পুজো হয়েছে।পুজো উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করে পুজো কমিটি।