গুলিবিদ্ধ হয়ে মৃত্যু চা শ্রমিকের, প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয়রা

শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ সুকনা ফরেস্ট থেকে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল চা শ্রমিকের।মৃত শ্রমিকের নাম অজিত সৌরিয়া ওরফে চাঙ্কে(২৮)।সে মোহর গ্রামের বাসিন্দা ছিল।


স্থানীয়দের অভিযোগ, গতকাল সন্ধ্যে নাগাদ অজিত সুকনা ফরেস্টে গরু আনতে যায়।সেই সময় বনকর্মীদের গুলিতে ওই শ্রমিকের মৃত্যু হয় বলে অভিযোগ।


এই ঘটনার প্রতিবাদে আজ সুকনা ফরেস্ট অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রধাননগর থানার আইসি, ওয়েস্ট জোন এসিপি চিন্ময় মিত্তল সহ কার্সিয়াং এর এডিশনাল এসপি।

বিক্ষোভকারীরা জানান, যতক্ষণ না অবধি ঘটনায় অভিযুক্তের সাজা হয় ততক্ষণ অবধি তারা আন্দোলন করবেন।বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার।মৃতের পরিবারকে সবরকম ভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş