শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ শ্রী দেবাশিস সিনহার স্মৃতিতে এবং শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের সহযোগিতায় ডাবগ্রামের শিলিগুড়ি পার্কে দুঃস্থদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হল।
এদিনের বনভোজনে যারা ছিলেন তারা এই প্রথমবার বনভোজনে সামিল হয়েছেন।এদিনের বনভোজনে সামিল হতে পেরে খুশি সকলেই।
এই বনভোজন সার্থক করতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।তাদের মধ্যে রয়েছেন দেবাঞ্জন পাল, বিজয় ধর, দেবী কর, ঠাকুর দাস বারই, তারক দাস, সুস্মিতা অধিকারী।

