শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে গিয়ে আত্মঘাতী গৃহবধূ।বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আশিঘর ফাঁড়ির অন্তর্গত শান্তিনগর এলাকায়।অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতের নাম রাজু নন্দী।
জানা গিয়েছে, কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসেন গৃহবধূ।এরপর গতকাল হঠাৎই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।ঘটনার পরই মৃতার মা আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।
মৃতার মা লক্ষ্মী সরকারের অভিযোগ, তার মেয়েকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন তার শ্বশুরবাড়ির সদস্যরা।এই কারণেই মেয়ে এই ঘটনা ঘটিয়েছে।১৪ বছর আগে রাজু নন্দীর সঙ্গে মেয়ের বিয়ে হয়।তাদের এই ১০ বছরের মেয়েও রয়েছে।অভিযোগ, বিয়ের পর থেকেই রাজু টাকার জন্য তার স্ত্রীকে চাপ দিত।এর জন্যই এই ঘটনা বলে অভিযোগ।
অভিযোগ পেয়েই মৃতার স্বামীকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।