শিলিগুড়ি, ১৬ ফেব্রুয়ারিঃ চলে গেলেন বাপ্পি লাহিড়ী।ভোরে খবর আসতেই শোকের ছায়া তার মাসি বাড়িতে।শিলিগুড়ির কোর্ট মোড়ে বাপ্পি লাহিড়ীর মাসির বাড়ি।মুম্বাই থেকে এখানে বহুবার এসেছেন।কেটেছে ছোটবেলা।মাসির বাড়িতে আলাদা ঘর ছিল তার।শহরে এলেই পাহাড়ে, জঙ্গলে ঘুরতে যেতেন।পরিবারের সঙ্গে বসে আড্ডা গল্পে জমে উঠতো চৌধুরী বাড়ি।
কিন্তু বুধবার সকালে বাপ্পি লাহিড়ীর মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা। সম্প্রতি করোনা ও কিছু কারণে মাসির বাড়ি আসা হয়নি বাপ্পি লাহিড়ীর।তবে এখান থেকে তাঁর দাদা ও পরিবারের অন্যান্যদের মুম্বাই যাওয়ার কথা ছিল।
কিন্তু হঠাৎ বুধবার সকাল যেন বদলে দিল সব।পুরোনো ছবি দেখে কেঁদে ফেলেন দাদা ভবতোষ চৌধুরী।তিনি বলেন, দুজন একসঙ্গে বড় হয়েছি, খেলেছি।মুম্বাই থেকে বহুবার এখানে শিলিগুড়িতে এসেছে বাপ্পি।অনুষ্ঠান করেছে।সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে।ও ছোটবেলায় খুব ছোটাছুটি করতো।