শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ এলাকায় বার বন্ধের দাবীতে অভিযান।রবিবার বিকেলে এনজেপি থানা অন্তর্গত বক্রাভিটা এলাকার একটি রেস্তোরাঁ কাম বারের সামনে বিক্ষোভ দেখালেন মহিলারা।
জানা গিয়েছে, গত কয়েক মাস আগে এলাকায় একটি রেস্তোরাঁ কাম বার খোলা হয়।সেখানে বিভিন্ন জায়গার মানুষ আসে এবং মদ্যপান করে মাতলামি করে বলে অভিযোগ স্থানীয়দের।সেই রেস্তোরাঁ ও বার বন্ধের দাবীতে আজ কয়েকশো মহিলা বিক্ষোভ দেখান।খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।সমস্যার সমাধানের জন্য মালিক এবং স্থানীয়দের থানায় ডেকে পাঠানো হয়।
এই বিষয়ে রেস্তোরাঁ মালিক জানান, সরকারি লাইসেন্স নিয়েই রেস্তোরাঁ কাম বার খোলা হয়েছে।