শিলিগুড়ি, ৫ আগস্টঃ অনুমোদন নেই।এভাবেই চলছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।২০১১ সাল থেকে এখনও পর্যন্ত অনুমোদন ছাড়াই বিভাগ চলছে।বার কাউন্সিলের অনুমোদনের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হলেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
সম্প্রতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী বিহার বার কাউন্সিলে ভর্তি হতে গিয়ে আটকে যান।বার কাউন্সিলের অনুমোদন না নিয়ে বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ চালানোয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন সেই শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের এই মনোভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আইন বিভাগের শিক্ষার্থীরা।তাদের অভিযোগ, শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে বিশ্ববিদ্যালয়।গোটা উত্তরবঙ্গের গরিব ঘরের শিক্ষার্থীরা পড়াশোনা করছে এখানে আর বিশ্ববিদ্যালয় আপন মনে চলছে।দ্রুত বার কাউন্সিল অব ইন্ডিয়ার অনুমোদনের দাবিতে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও রেজিস্ট্রারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান আইন বিভাগের শিক্ষার্থীরা।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডঃ দেবাশীষ দত্ত জানান, গোটা বিষয়টি বিচারবিভাগীয় তদন্ত চলছে।আইন বিভাগের পঠনপাঠন চালানো যাবে তার চিঠি পাওয়া গিয়েছে।বার কাউন্সিলের অনুমোদন নিয়ে আইন বিভাগ চালানোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।