শিলিগুড়ি, ২২ আগস্টঃ দূর্গা পুজো কমিটিগুলির জন্য সুখবর।ফের একবার অনুদান বাড়ালো রাজ্য সরকার।এবছর ৭০ হাজার টাকা করে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
দূর্গা পুজোর আর কিছুদিনই বাকি রয়েছে।রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।পুজো সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকারও।মঙ্গলবার কলকাতায় প্রশাসন ও পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।রাজ্যের জেলাগুলিও ভার্চুয়ালী বৈঠকে যোগ দেয়।
অন্যান্য জেলার পাশাপাশি এদিন দার্জিলিং জেলা প্রশাসন ও পুজা উদ্যক্তারাও বৈঠকে যোগ দেন।এদিন ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মহকুমাশাসক প্রিয়াঙ্কা সিং সহ পুলিশ প্রশাসনের আধকারিকরা।
বৈঠক শেষে পুজোকমিটি গুলির অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হবে পাশাপাশি বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব করা হবে বলে জানান তিনি।