আলিপুরদুয়ার,১২ মেঃ মে মাসে টানা সাতবার বৃদ্ধি পেলো পেট্রোল ডিজেলের দাম।মাথায় হাত আমজনতার।একেতেই রাজ্যে চলছে আংশিক লকডাউন তার ওপর ক্রমাগত পেট্রোপণ্যের মুলবৃদ্ধিতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন যাত্রীবাহী গাড়ির চালকরা।
বুধবার পেট্রোলের দাম ৯২ টাকা ৯২ পয়সা ও ডিজেলের দাম ৮৬ টাকা ১৭ পয়সা।আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অটো, ম্যাজিক,সাফারি সহ যাত্রবাহী গাড়ির চালকরা জানান, একেতে কোভিড পরিস্থিতিতে যাত্রী নেই তার ওপর প্রতিদিন তেলের দাম বৃদ্ধি। এরকম চলতে থাকলে আমাদের গাড়ি চালানো আর সম্ভবপর হবেনা।
এই বিষয়ে হাসিমারা এলাকার পেট্রোল পাম্প ম্যানেজার অলোক মিত্র জানান, বিগত এক সপ্তাহে তেলের বিক্রি ৫০% কমে গিয়েছে। এমন চলতে থাকলে পাম্প বন্ধ করতে হবে।