জলপাইগুড়ি, ২৪ জুলাইঃ দিনের পর দিন জলপাইগুড়ি জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। এরপরেও অসচেতন শহরের মানুষ। শুক্রবার জলপাইগুড়ি পুলিশ সুপারের সঙ্গে দেখা করে লকডাউন নিয়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি।
জানা গিয়েছে, আজ পৌর এলাকায় নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ১৮,২৩,২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানান, এখন থেকে জলপাইগুড়ি শহরে দুপুর ৩টা পর্যন্ত মুদি দোকান খোলা থাকবে। শুধুমাত্র ঔষধের দোকান রাত ৯টা পর্যন্ত খোলা থকবে।