শিলিগুড়ি,২০ এপ্রিলঃ ফের দেশজুড়ে থাবা বসিয়েছে করোনা।করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে বহু মানুষ।বিষয়টি মাথায় রেখে সন্ধ্যা ৬টার পর শিলিগুড়ির সেবক রোডে সমস্ত হার্ডওয়্যারের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
জানা গিয়েছে, হার্ডওয়্যার মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মোটর পার্টস ডিলার অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টার্ন এবিসি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কনভেনার তথা নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল জানান, করোনা সংক্রমণ রুখতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রয়োজন হলে আগামীতে কয়েক সপ্তাহের জন্য দোকানগুলি বন্ধ রাখা হতে পারে।