বাড়েনি ভাড়া! মঙ্গলবার থেকে বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি ধর্মঘটের ডাক

শিলিগুড়ি,১১ জানুয়ারিঃ ২০০৮ সালের পর পর্যটনের সঙ্গে যুক্ত গাড়িগুলির ভাড়া বাড়েনি। যেকারণে মঙ্গলবার থেকে বাগডোগরায় অনির্দিষ্টকালের ট্যাক্সি ধর্মঘটের ডাক। আশ্বাস মিললেও আজও ভাড়া বাড়েনি বলে অভিযোগ।ধর্মঘট চলাকালীন বাগডোগরা বিমানবন্দর থেকে কোনো ট্যাক্সি পর্যটকদের নিয়ে যাবেনা।ইতিমধ্যেই এই ধর্মঘটকে সমর্থন করেছেন সেখানকার বিভিন্ন ইউনিয়নগুলি।


২০০৮ সালের পর থেকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সহ গাড়ির যন্ত্রাংশেরও দাম বেড়েছে। কিন্তু ট্যাক্সি ভাড়া আর বাড়েনি। যেকারণে চালকদের সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। বহুবার তাঁরা ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার থেকে ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে মন্ত্রী গৌতম দেব ট্যাক্সি চালকদের এই দাবি-দাওয়ার কথা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কয়েকদিনের মধ্যে চালকদের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *