শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরনিগমের নতুন উদ্যোগ, শিলিগুড়িতে বাড়ি বাড়ি বসছে কিউআর কোড

শিলিগুড়ি, ২৯ ডিসেম্বরঃ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আরও একধাপ এগোল শিলিগুড়ি পুরনিগম। পুরনিগম এলাকার প্রতিটি বাড়িতে বসানো হবে লোকেশন-সহ কিউআর কোড।এর মাধ্যমে আবর্জনা সংগ্রহ ব্যবস্থায় আনা হচ্ছে আধুনিক নজরদারির ব্যবস্থা।  


এই ব্যবস্থা গ্রহণের ফলে প্রতিদিন বাড়ি বাড়ি নোংরা আবর্জনা ঠিকমতো সংগ্রহ হচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে শিলিগুড়ি পুরনিগম ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সুডা।শিলিগুড়ি পুরনিগমের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে নির্মল বন্ধুদের পাশাপাশি নির্মল সাথী হিসেবে জঞ্জাল অপসারণের কাজে নিযুক্ত রয়েছেন মোট ১২৪ জন মহিলা।নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করছেন তারা।বিশেষ করে ড্রাই ওয়েস্ট ও ওয়েট ওয়েস্ট আলাদা করে রাখার বার্তাও দিচ্ছেন নির্মল সাথীরা।

এই পরিষেবাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে বাড়িতে বাড়িতে বসানো হবে কিউআর কোড।আবর্জনা সংগ্রহের সময় নির্মল সাথী বা নির্মল বন্ধুরা ওই কিউআর কোড স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হবে কোন বাড়ি থেকে কখন আবর্জনা সংগ্রহ করা হয়েছে।এর মাধ্যমে সরাসরি নজর রাখতে পারবে সুডা এবং শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ।


এই নতুন ব্যবস্থার প্রস্তুতি হিসেবে আজ শিলিগুড়ির একটি ভবনে বিভিন্ন ওয়ার্ডের ১০৫ জন মহিলা নির্মল সাথীকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুপারভাইজাররা ইতিমধ্যেই কলকাতা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং বর্তমানে তারা নির্মল সাথীদের প্রশিক্ষণ দিচ্ছেন।প্রশিক্ষণ শেষ হওয়ার পরই শহরজুড়ে বাড়ি বাড়ি কিউআর কোড বসানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *