শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ বাড়ি দখল করে রয়েছে ভাড়াটে।নিজের বাড়ি ফিরে পেতে শিলিগুড়িতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন বাড়ির মালিক।
জানা গিয়েছে, শিলিগুড়ি হাকিমপাড়া এলাকার বাসিন্দা যূথিকা বিশ্বাসের মেডিক্যাল মোড়ের কাছে ঠিকনিকাটা এলাকায় একটি বাড়ি রয়েছে।প্রায় ৪-৫ বছর আগে মুক্তি সাহা নামে একজনকে সেই বাড়িতে ভাড়া দিয়েছিলেন।চুক্তি অনুযায়ী তাদের ঘর ছাড়ার কথা বলা হলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে সেই ভাড়াটিয়া।অভিযোগ, পাল্টা বাড়ি মালিক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলার পাশাপাশি তাদের উপর আক্রমণও করা হয়।
এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়িতে অভিযোগ করতে গেলে তাদের ঘুরিয়ে দেওয়া হয়।শেষে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অভিযোগ করা হয়।তবে এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।
বাড়ি মালিক যূথিকা বিশ্বাস বলেন, গত ৪-৫ বছর ধরে ভাড়া রয়েছে মুক্তি সাহা ও তার পরিবার। শারিরীক অসুস্থতার কারণে তাদের থেকে কিছু টাকা নিয়েছিল ছেলে।সময়মতো সেই টাকা সুদ সমেত ফেরতও দেওয়া হয়।এরপর তারা বাড়ি ছাড়ার জন্য ১৫ লক্ষ টাকা দাবি করে।সেইমতো ১১ লক্ষ টাকা দেওয়াও হয়।কিন্তু এখনও পর্যন্ত বাড়ি ছাড়ছে না।বাড়ি ছাড়ার কথা বলা হলে আমাদের উপর চড়াও হয় বলে জানান তিনি।তাদের আত্মীয় তৃণমূল নেত্রীর মদতেই বাড়ি দখল করে রয়েছে বলে অভিযোগ করেন।
অবিলম্বে প্রশাসন এই বিষয়ে নজর দিক, যারা দোষী রয়েছে তাদের কঠোর শাস্তি হোক এবং আমাদের বাড়ি আমাদের হাতে তুলে দেওয়া হোক এই দাবী জানান যূথিকা বিশ্বাস ও তার ছেলে।
এই বিষয়ে মুক্তি সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।