ফুলবাড়ি এলাকায় বাড়ি ফাঁকা পেয়ে দিনদুপুরে কয়েকটি বাড়িতে চুরি, চাঞ্চল্য

ফুলবাড়ি, ২৬ জুলাইঃ বাড়ি ফাঁকা পেয়ে দিনদুপুরে কয়েকটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার দুপুরে চুরির ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নগর কলোনি ও ঢাকিয়া বস্তি এলাকায়।


জানা গিয়েছে, এদিন এই দুই এলাকায় চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।গঙ্গা সরকার নামে এক মহিলা জানান, আজ সকালে ছেলেকে স্কুলে দিয়ে আমি ও আমার স্বামী কাজের জন্য বেরিয়ে যাই।বাড়িতে কেউ ছিল না। কাজ থেকে দুপুরে বাড়িতে এসে দেখি ঘরের জিনিস লন্ডভন্ড অবস্থায় রয়েছে।ঘরে থাকা বেশকিছু সোনার সামগ্রী সহ নগদ কয়েক হাজার টাকা ও মোবাইল চুরি হয়েছে। 

এছাড়াও গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom