রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ SIR শুনানিতে গিয়েছিল পরিবার, বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরি রাজগঞ্জের শালগুড়ি গ্রামে।
জানা গিয়েছে, শালগুড়ি গ্রামের বাসিন্দা জিয়ারুল হক তার স্ত্রী আফসানা বেগমকে নিয়ে SIR-এর শুনানির জন্য গতকাল চটহাট এলাকায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতিরা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায়।আজ বিকেলে বাড়ি ফিরে এসে জিয়ারুল হক দেখেন বাড়ির জানলা খোলা। জানলা দিয়ে ঘরের ভেতরে তাকাতেই চোখে পড়ে ভাঙা আলমারি ও লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকা আসবাবপত্র। আলমারিতে রাখা সমস্ত জিনিসপত্র তছনছ করে সেখান থেকে সোনার অলংকার ও নগদ প্রায় ৭০ হাজার টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গেছে বলে জানা গেছে।
জিয়ারুল হক জানান, স্ত্রীর SIR সংক্রান্ত হিয়ারিং থাকায় চটহাটে গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে দেখি ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। নগদ ৭০ হাজার টাকা সহ সোনার অলংকার মিলিয়ে প্রায় লক্ষধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।
