রাজগঞ্জ, ২৩ ডিসেম্বরঃ বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ৯ নম্বর কলোনিতে।
জানা গিয়েছে, বিশ্বজিৎ রায় পেশায় রাজমিস্ত্রি।পাশাপাশি বাড়িতে ছোট পরিসরে কাপড়ের ব্যবসা রয়েছে, সেই আয়েই চলে তাদের সংসার।গত ১৮ই ডিসেম্বর মেয়ের গানের অনুষ্ঠানের জন্য স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি ঝাড়খণ্ডে যান। আজ সকালে বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে ঢুকতেই চোখে পড়ে আলমারির দরজা খোলা এবং ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।এরপরই বুঝতে পারেন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ।চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই বিষয়ে বিশ্বজিৎ রায় জানান, মেয়ের গানের অনুষ্ঠানের জন্য সপরিবারে ঝাড়খন্ডে গিয়েছিলাম।আজ বাড়িতে এসে দেখি চুরি হয়েছে। সোনার অলংকার, বিক্রির জন্য রাখা নতুন কাপড় সহ নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
