সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ব্যক্তি, চিন্তায় পরিবার

ফুলবাড়ি, ২০ জানুয়ারিঃ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ব্যক্তি।নিখোঁজ ব্যক্তির নাম আকালু মহম্মদ।বয়স ৫০ বছর।শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধদাগছ গ্রামের বাসিন্দা।


পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর ১টা নাগাদ সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান আকালু। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেননি তিনি।

আত্মীয়-পরিজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার খোঁজ না মেলায় পুলিশের দারাস্ত হন।  পরিবারের সদস্যরা।এনজেপি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।এদিকে তার খোঁজ না মেলায় চিন্তায় রয়েছে পরিবাদের সদস্যরা।কোনো সহৃদয় ব্যক্তি দেখে থাকলে যোগাযোগ করুন 96797-60854 এই নম্বরে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *