বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ , চিন্তায় পরিবার

ফুলবাড়ি, ১৭ জানুয়ারিঃ বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ গৃহবধূ, দশ দিন পেরিয়ে গেলেও গৃহবধুর খোঁজ না মেলায় চিন্তায় রয়েছে গোটা পরিবার। ফুলবাড়ির ২নং গ্রাম পঞ্চায়েতের যুগীভিটা এলাকার ঘটনা।


জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে ফুলবাড়ির যুগীভিটা এলাকার কমলকান্ত রায়ের সঙ্গে খড়িবাড়ির নীলিমা সিংহের সামাজিক মতে বিয়ে হয়। গত ৭ই জানুয়ারি বিকেল নাগাদ নীলিমা বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও তার খোঁজ না মেলায় পরিবারের তরফে নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন গৃহবধূর স্বামী কমলকান্ত রায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। কোন সহৃদয় ব্যক্তি দেখে থাকলে যোগাযোগ করুন 8391095053 এই নম্বরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *