ফের চুরি শিলিগুড়ির বাগডোগরায়! বাড়িতে ঢুকে সোনা-টাকা লুট

শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ বাগডোগরায় বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য।লক্ষাধিক টাকার সোনা ও নগদ টাকা খোয়া গিয়েছে। বাগডোগরার রুপসিং জোত এলাকায় চুরির ঘটনাটি ঘটেছে।


জানা গিয়েছে, বাড়ির মালিক রামচন্দ্র থাপা ও তাঁর স্ত্রী প্রত্যেক দিনের মতো সকালে কাজে বেরিয়ে যান।বাড়ি ফিরতেই রামচন্দ্র থাপা দেখেন ঘরের তালা ভাঙা ও সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।আলমারি থেকে তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর।তড়িঘড়ি বাগডোগরা থানার পুলিশকে জানানো হয়।থানা থেকে পুলিশও যায় বাড়িতে।

আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার সোনা ও ৭০ হাজার টাকা নগদ চুরি গিয়েছে বলে দাবি।ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *