ফাঁসিদেওয়া, ২১ মেঃ ফাঁসিদেওয়ার বিবেকানন্দ পল্লী এলাকায় একটি বাড়ির বাথরুম থেকে উদ্ধার হল তক্ষক।
জানা গিয়েছে, এদিন বাথরুমে তক্ষকটিকে দেখতে পান বাড়ির সদস্যরা।সাপ ভেবে প্রথমে আতঙ্ক ছড়ায়।এরপর স্থানীয়রা পৌঁছে তক্ষকটিকে খাঁচাবন্দি করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশের তুলে দেয়। পরে ঘোষপুকুর বনদপ্তরের হাতে তক্ষকটিকে তুলে দেওয়া হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে বন দপ্তর।