শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ কেন্দ্র সরকারের হাউসিং ফর অল প্রকল্পের মধ্য দিয়ে “বাংলার বাড়ি, স্বপ্নের দিশারী” এই উদ্যোগকে বাস্তবায়িত করতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরনিগম। এই উদ্যোগের মধ্যে দিয়ে গরীব ও সাধারন মানুষদের কংক্রিটের বাড়ি তৈরি করে দেবে রাজ্যসরকার। এই বিষয়েই আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্কে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সুডা সংস্থার আধিকারিক ও শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্যরা। সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়েই আজ আলোচনা করা হয়।
পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব বলেন, পুরসভার পক্ষ থেকে ইতিমধ্য ১৪৮২ জনকে এর সুবিধায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ১২ কোটি ৭৪ লক্ষ ৯৯ হাজার টাকা প্রকল্পে খরচ করা হয়েছে। আগামীতে সকলকে পাট্টার আওতায় এনে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে।