শিলিগুড়ি,১৪ মেঃ বাড়ি ফেরার দাবিতে মহকুমাশাসকের দপ্তরের সামনে ধর্নায় বসল শ্রীগুরু শেল্টার হোমে কোয়ারেন্টিনে থাকা অসমের শ্রমিকেরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে শ্রীগুরু শেল্টার হোমে কোয়ারেন্টিনে রয়েছে অসমের প্রায় ৫০ জন শ্রমিক।শেল্টার হোমে থাকা শ্রমিকদের অভিযোগ, সেখানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত খাবার।নেই কোনও সুব্যবস্থা।ভিন রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজ্য সরকার তৎপর হলেও, শিলিগুড়ি শেল্টার হোমে কোয়ারেন্টিনে থাকা অসমের শ্রমিকদের ফেরানো নিয়ে কোনও হেলদোল নেই প্রশাসনিক কর্তাদের।
সূত্রের খবর, বৃহস্পতিবার সিভিল ডিফেন্সের আধিকারিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে শ্রমিকেরা।শেল্টার হোমের আধিকারিকদের নির্দেশিকা অমান্য করেই, সেখান থেকে বেরিয়ে আসে অসমের প্রায় ৫০ জন শ্রমিক।বাড়ি ফেরার দাবি নিয়ে মহকুমাশাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন তারা।
যদিও পরবর্তীতে মহকুমাশাসকের আশ্বাসে ফের শেল্টার হোমে ফিরে যায় শ্রমিকেরা।
এই বিষয়ে শিলিগুড়ির মহকুমাশাসক সুমন্ত সহায় বলেন, সরকারি নিয়ম মেনেই সকলকে ফেরানো হচ্ছে।এছাড়াও, এই সময়কালে হঠাৎই সিকিম ও পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে প্রচুর শ্রমিক শিলিগুড়িতে ফিরে আসছে।তাদের ফেরানোটাও খুব জরুরী।অসমের শ্রমিকদেরও ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।আগামী সোমবার নাগাদ তাদের ফেরানো সম্ভব হবে বলেও তিনি জানান।