জলপাইগুড়ি, ২৫ এপ্রিলঃ লকডাউনের জেরে দীর্ঘদিন আটকে থাকার পর রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফিরল জলপাইগুড়ির ১১২ জন পরিযায়ী শ্রমিক।
জলপাইগুড়ি,আলিপুরদুয়ার, কোচবিহার জেলা মিলে মোট ৫ হাজার পরিযায়ী শ্রমিক এই তিন জেলায় হিমঘরে আটকে ছিল।জলপাইগুড়ির একটি হিমঘর থেকে ১১২ জন শ্রমিককে তিনটি সরকারি বাসে উত্তর ২৪ পরগনা জেলায় পাঠানো হল।
প্রসঙ্গত, লকডাউনে পরিবার থেকে দূরে আটকে থাকায় হিমঘর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে শ্রমিকরা আবেদন করেছিল যে তাদের বাড়ি পৌছানোর ব্যবস্থা করুক সরকার।
অবশেষে প্রশাসনের তরফে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হিমঘরে আটকে থাকা শ্রমিকদের বাড়ি পৌছানোর ব্যবস্থা করা হয়।
এদিন জলপাইগুড়ি তিস্তা হিমঘর থেকে ১১২ জন শ্রমিককে উত্তর ২৪ পরগনার উদ্দেশ্যে রওনা দেয় তিনটি বাস। তিনটি বাসেই একজন করে পুলিশকর্মী মোতায়ন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের খাওয়ার ও পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। শ্রমিকদের তাদের নিজের এলাকায় গিয়ে সকলকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি জেলাশাসক অভিষেক তিওয়ারি জানান, একে একে সমস্ত হিমঘর থেকে শ্রমিকদের নিজেদের বাড়ি পৌছে দেওয়া হবে। এদিকে এতদিন পর বাড়ি ফিরতে পেরে খুশি শ্রমিকরা।