শিলিগুড়ি,১২ সেপ্টেম্বরঃ বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।পালটা অভিষেক ব্যানার্জির বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।
রবিবার মালবাজারে সভা করেন অভিষেক ব্যানার্জি।সেখানেই বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে চা শ্রমিকদের পিএফ, গ্র্যাচুয়িটি সমস্যা না মিটলে ১লা জানুয়ারি থেকে বিজেপি সাংসদ, বিধায়কদের ঘেরাও করা হবে।পাল্টা অভিষেক ব্যনার্জির বাড়ি ঘেরাও করার কথা বলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।
সোমবার শিলিগুড়িতে সাংসদ রাজু বিস্ত বলেন, চা বাগানগুলির শ্রমিকেরা বহুদিন ধরে পাট্টা পাচ্ছেন না।৬ মাস সময় দেওয়া হচ্ছে।এর মধ্যে পাট্টা না পেলে অভিষেক ব্যানার্জির বাড়ি ঘেরাও করা হবে।পিএফের টাকা মালিকপক্ষকে জমা করতে হয়।মালিকেরা জেনে বুঝে পিএফের টাকা জমা করেন না।পিএফ দফতর তদন্ত করে।আইনি নোটিশ পাঠানো হয়।কিন্তু পরে পুলিশ তদন্ত করে না।