কোচবিহার, ১১ আগস্টঃ কোচবিহার খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি কার্যকর্তার বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, শুক্রবার সকালে খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২৮৭ নম্বর বুথের বিজেপি কর্মী তথা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী অভিজিৎ সরকারের বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা দেখা যায়।এবারের নির্বাচনে ভোটে দাড়িয়েছিলেন তবে হেরে যান তিনি।অভিযোগ, সকালে তার মা বাইরে বেরিয়ে বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ ঝোলানো রয়েছে সেই ব্যাগের মধ্যে বোমা দেখতে পান।এরপরই এলাকায় আতঙ্ক ছড়ায়।
অন্যদিকে এই গ্রাম পঞ্চায়েতের ২৮৮ নম্বর বুথের আরেক বিজেপি কর্মী মনোজ রায় বাড়ির সামনে একই ঘটনা ঘটে।তার বাড়ির গেটের মধ্যে ব্যাগ ভর্তি বোমা রাখা হয় বলে অভিযোগ।
মনোজ রায় এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন।ফল ঘোষণার পর থেকেই বাড়িতে বিভিন্নভাবে ঢিল ছোড়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ।আজ সকালে বাড়ির সামনে ব্যাগ ভর্তি বোমা পরে থাকতে দেখা যায়।ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হোক এমনটাই দাবী জানান তিনি।
খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।