রাজগঞ্জ, ১৫ মার্চঃ বাড়ির একমাত্র উপার্জনকারীর দুর্ঘটনায় মৃত্যুর পর একপ্রকার না খেয়েই দিন কাটাচ্ছেন রাজগঞ্জের একটি পরিবার।দুই নাবালিকা মেয়ে সহ ৫ জনের সদস্য নিয়ে দুশ্চিন্তায় মৃতের স্ত্রী আলয় রায়।
জানা গিয়েছে, গত ৫ মার্চ কাজ থেকে ফেরার পথে মৃত্যু হয় রাজগঞ্জের বানিয়াপাড়ার অজিত রায় ও উদ্ভব রায়ের।অজিত রায় দিন মজুরের কাজ করতেন।তার স্ত্রী ছাড়াও দুই নাবালিকা মেয়ে ও বৃদ্ধা মা রয়েছে।তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন।তার মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার।
অন্যদিকে, বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে বিপাকে পরিবারটি।স্বামীর মৃত্যুর শংসাপত্র না পাওয়ায় ঋণের সাপ্তাহিক কিস্তির জন্য চাপ দেওয়া হচ্ছে।গ্রামের অধিকাংশ পরিবার গরিব।প্রতিবেশীরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তাও বন্ধ প্রায়।ঘরে খাদ্যশস্যও শেষের দিকে।তাই না খেয়েই দিন কাটাতে হবে বলে দিন গুনছেন গোটা পরিবার।
গ্রামের বাসিন্দারা বলেন, পরিবারটির একমাত্র উপার্জনকারীর মৃত্যুর পর খুব অসহায় হয়ে পড়েছেন।সরকারী বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিলে পরিবারটি উপকৃত হবে।একইভাবে মৃতের স্ত্রী আলোয় রায় সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।