ফুলবাড়ি, ২৭ ডিসেম্বরঃ বাড়ির ভেতর থেকে টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়।
জানা গিয়েছে, ফুলবাড়ির পশ্চিম ধনতলা গ্রামের সুশান্ত কর্মকার টোটো চালিয়ে সংসার চালান।প্রতিদিনের মত গতকালও সারাদিন টোটো চালিয়ে রাতে বাড়িতে ফেরেন।বাড়ির ভেতরে টোটো রেখে ঘুমিয়ে পড়েন তিনি।এরপর সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সামনে রাখা টোটো নেই।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও টোটো না পেয়ে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুশান্ত কর্মকার।টোটো হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি।গোটা ঘটনার তদন্তে এনজেপি থানার পুলিশ।